হোমনা (কুমিল্লা) সংবাদদাতাঃ
বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে বৃহত্তর কুমিল্লা জেলার মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় হোমনায় ৪০ জন নিবন্ধিত জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ হয়েছে।
স্থানীয় শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেশিনগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউএনও কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি জেলা মত্স্য কর্মকর্তা (রিজার্ভ) শিরীন সুলতানা খাতুন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক জাহিদ হোসেন ও আবদুল কুদ্দুস আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো. বদিউল আলম সুফল। উল্লেখ্য, হোমনায় ১২৯৫ জন নিবন্ধিত জেলে রয়েছে।