মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
বর্ষিয়ান রাজনীতিবিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ৭ নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম বিএসসি’র মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিন টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে এ স্মরণসভায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা মরহুম নুরুল ইসলাম বিএসসি’র কর্মময় জীবন, সামাজিক ও রাজনীনৈতিক অঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সহ সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি খন্দকার শাহ আলম ও মো. ফজলুল হক মোল্লা, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, পৌর আওয়ামীলীগ সভাপতি ও কুমিল্লা (উত্তর) জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধরণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মুহসীন সরকার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া ও ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, কুমিল্লা (উত্তর) জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সভাপতি মো. খোরশেদ আলম, মরহুমের ছেলে যুবলীগ নেতা মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম কিশোর, যুবলীগ নেতা মো. লুৎফর রহমান লাখ মিয়া প্রমুখ।
শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, নূরুল ইসলাম বিএসসি ৮০ বছর বয়সে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত ২৩ জানুয়ারি, সোমবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।