হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
নিজের পছন্দ করা জামা কিনে না দেয়ায় শাহনাজ আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত শাহনাজ হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালযের অষ্টম শ্রেণির ছাত্রী ও উপজেলার ভংগারচর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার মেয়ে।
নিহতের নিকট আত্মীয় মোঃ আবুল মিয়া জানান, শাহনাজ আসছে ঈদুল ফিতরে পরার জন্য হোমনা বাজারে একটি জামা পছন্দ করে। কিন্তু তার বাবা মেয়ের পছন্দ করা জামাটি না কিনে নিজের পছন্দ করা একটি জামা কিনে গত বৃহস্পতিবার বিকালে বাড়িতে যান। কিন্তু শাহনাজ তার নিজের পছন্দ করা জামা ছাড়া অন্য কোনো জামা পরবে না বলে জেদ ধরে। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে মেয়ের পছন্দসই জামা কিনে আনতে বাবা সন্ধ্যার আগেই আবার হোমনা বাজারে আসেন। বাজার থেকে মেয়ের পছন্দ করা জামা নিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরে দেখেন দোচালা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মেয়ের লাশ ঝুলছে। হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।