তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় ৫নং আসাদপুর ইউনিয়নের নজরপুর গ্রামের মৃত নবী মিয়ার ছেলের ইদন মিয়ার ৭ বছরের এক শিশুরঅকাল মূত্যু হয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ২ টার দিকে বালুর বোর্টে খেলা করছিল। অনেক খুঁজাখুঁজির পর খুজে না পেয়ে পরিবারের সদস্যরা ব্যর্থ হয়ে ফিরে আসে। কিন্তু পরের দিন শনিবার সকালে নদীতে লোকজন শিশুটির মৃত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নদীতে থেকে তার মৃত লাশ উঠিয়ে আজ (শানিবার)যানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুটির অকাল মূত্যুতে গ্রামবাসীদদের মধ্যে নেমে এসেছে শোকের মাতন।