ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় পুলিশকে সহযোগীতা করায় ডাকাতের হামলায় যুবক আহত

তপন সরকার: হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত ধরতে পুলিশকে সহযোগীতা করায় ডাকাতরা হামলায় চালিয়ে তোফাজ্জল হোসেন (৪০)নামের একযুবককে কুপিয়ে আহত করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাথালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তোফাজ্জল হোসেন পাথালিয়া কান্দিগ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে পুলিশ এ গ্রামের আবুল কাশেমের ছেলে সাখায়ত হোসেন নামের এক ডাকাত কে আটক করে থানায় নিয়ে আসার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি তাকে ধরে দেই। এ জন্য তার ভাই কিবরিয়া ও সৈকত সহ ৫/৬ জনের একটি দল আমাকে কুপিয়ে আহত করে। এতে আমার মা পারুল বিবি ও স্ত্রী রেখা আক্তার আহত হয়। এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচাজর্ মোঃ আবুল ফয়সল বলেন,,গতকাল রাতে এস আই জাহাঙ্গীরের নেতৃেত্ব পাথালিয়া কান্দি গ্রমে অভিযান চালিয়ে সাখায়ত হোসেন নামের এক ডাকাতকে গ্রেফতার করে। একাজে যারা সহযোগীতা করেছে তাদেরকে নাকি তার আত্মী স্বজনরা কুপিয়ে আহত করেছে। আহতরা মামলা করলে তাদের বিরুদ্দে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হোমনায় পুলিশকে সহযোগীতা করায় ডাকাতের হামলায় যুবক আহত

আপডেট সময় ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০১৬

তপন সরকার: হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত ধরতে পুলিশকে সহযোগীতা করায় ডাকাতরা হামলায় চালিয়ে তোফাজ্জল হোসেন (৪০)নামের একযুবককে কুপিয়ে আহত করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাথালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তোফাজ্জল হোসেন পাথালিয়া কান্দিগ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে পুলিশ এ গ্রামের আবুল কাশেমের ছেলে সাখায়ত হোসেন নামের এক ডাকাত কে আটক করে থানায় নিয়ে আসার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি তাকে ধরে দেই। এ জন্য তার ভাই কিবরিয়া ও সৈকত সহ ৫/৬ জনের একটি দল আমাকে কুপিয়ে আহত করে। এতে আমার মা পারুল বিবি ও স্ত্রী রেখা আক্তার আহত হয়। এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচাজর্ মোঃ আবুল ফয়সল বলেন,,গতকাল রাতে এস আই জাহাঙ্গীরের নেতৃেত্ব পাথালিয়া কান্দি গ্রমে অভিযান চালিয়ে সাখায়ত হোসেন নামের এক ডাকাতকে গ্রেফতার করে। একাজে যারা সহযোগীতা করেছে তাদেরকে নাকি তার আত্মী স্বজনরা কুপিয়ে আহত করেছে। আহতরা মামলা করলে তাদের বিরুদ্দে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।