মো. তপন সরকার, হোমনা(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে ইমন(১৪) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের স্বর্ণকার পাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত ইমন(১৪) নিলখী স্বর্ণকার পাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ।
সোমবার বিকেলে হোমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
মঙ্গলবার সকালে নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে হোমনা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছে । মামলা নং-৭/৭৮ তারিখ-১৬/০৭/২০১৯ ইং, ধারা- ৩০৬/৩৪ পেনাল কোড ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের লিয়াকত আলীর বিবাহিত মেয়ে রুনি আক্তার (২০) এর সাথে নিহত ইমনের প্রেমের সম্পর্ক ছিল।এ ঘটনা জানা জানি হলে ছেলের চেয়ে মেয়ের বয়স বেশী হওয়ায় উভয় পরিবার তা মেনে নিতে পারেনি । উভয় পরিবার উভয়কে শাসন করে । এক পর্যায়ে মেয়ে পক্ষের লোকজন ইমনকে শাসায় এবং মামলার ভয়ভীতি দেখায় । বিষয়টি সে সহজ ভাবে মেনে নিতে পারেনি ।সে মানষিক চাপ সহ্য করতে না পেরে ঘরের তীরে সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন ।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, ধারনা করা হচ্ছে প্রেম গঠিত কারনে আত্ম হত্যা করেছে ওই যুবক। সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মা বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন । ময়নাতদন্তের রির্পোটের পর এর আসল রহস্য উদঘাটিত হবে বলে জানান।