মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাবেক কৃষি মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে হোমনা উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম ফজলুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা,প্রয়াত এই সংসদ সদস্যের নামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কৃষি মন্ত্রী মরহুম এমকে আনোয়ার এর বড় ছেলে মাহমুদ আনোয়ার (কায়জার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা,ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, হোমনা পৌর কাউন্সিলর রাজ মিয়া, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ-আলম, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আবু নাসের ওয়াহেদ সম্পদ,অ্যাডভোকেট আতাউল্লাহ,সাইদুল হাসান শাহিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সভাপতি শেফালী বেগম,হোমনা পৌর যুবদলের সভাপতি শাহ-আলম হিমেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ্ আমান, উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন ইসলাম শাজু, হোমনা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের কয়েক সহ¯্রাধিক নেতা কর্মী। পরে দেশ ও জাতির কল্যান ও মঙ্গলকামনার্থে মোনাজাত করা হয় মোনাজাত করেন মাওলানা সাইদুল হক।