তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় উদযাপন উপলক্ষে হোমনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউএনও কাজী শহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ যথাযথভাবে সর্বত্র পতাকা উত্তোলন, বিজয় দিবসের অনুষ্ঠানমালা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষে গুরুত্বারোপ করেন।