মো. আবু রায়হান চৌধুরী, হোমনা কুমিল্লা থেকে :
কুমিল্লার হোমনায় রবি/২০১৯-২০২০ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, কৃষক-কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩০০ কৃষকের মাঝে ২০ কেজি ডিএপি (ডেপ), ১০ কেজি পটাশ ও ১ কেজি করে বীজ বিতরণ করা হবে।