মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার দিনভর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের করে উপজেলা আ”লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ মহিলালীগসহ বিভিন্ন সংগঠন পরে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র রাজনৈতিক কার্যালয়ে কেক কেটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জন্মদিনের অনুষ্ঠানে কুমিল্লা(উঃ) জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দস সালাম ভুইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারন সস্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল সরকার, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, মাথাভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, মো. মাইনুল মেম্বার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলে।