মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকে:
“ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য এবং পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার, ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাক্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ ডা. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবু রায়হান চৌধুরী, হানিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শিদ আলম,সাংবাদিক কামাল হোসেন প্রমুখসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।