মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকে:
কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব শত বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রাটি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,হোমনা থানা,হোমনা পৌরসভা, ভাষানিয়া ইউনিয়ন, উপজেলা কৃষকলীগ, হোমনা ডিগ্রি কলেজ, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়,হোমনা খাদিজা মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়,হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ,হোমনা দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে।
বেলা ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য সেলিমা আহমাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। এ সময় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলাআওয়ামীলীগেরসাবেকসভাপতি সৈয়দ ইসমাইল হোসেনএবংসাংগঠনিকসম্পাদক শাহিনুজ্জামান খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ারুল মুজাহিদ ও খন্দকার হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।