মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনা পৌরসভাধীন ২নং ওয়ার্ড যুবলীগ নেতা ও বাগমারা গ্রামের কৃতি সন্তান হাজী মো. জাকির হোসেন বাঘা, তিনি আওয়ামীলীগের জন্য একজন নিবেদিত প্রান। তিনি বহুবার রাজপথে আন্দোলন করতে গিয়ে হয়েছেন মিথ্যা হামলা মামলার স্বীকার।
বাল্যকাল থেকেই রাজনৈতিক জীবনের হাতে খড়ি তার। আওয়ামীলীগের দু:সময়ের পরীক্ষিত এই নেতা বর্তমানে একশ্রেণীর অতি উৎসাহী ও বিতর্কিত নেতাদের রোষানলে গভীর ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে চলছে ঘৃণ্য চক্রান্ত।
ইদানিং তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারে নেমেছে একটি প্রভাবশালী মহল। এ অপপ্রচারের মাধ্যম হিসাবে কয়েকটি ভূয়া ও ঠিকানা বিহীন ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে।
জানাগেছে, জাকির হোসেন যুবলীগের স্বক্রিয় কর্মী হওয়ার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজে তাকে হেয়-প্রতিপন্ন করা ও তার আত্মসম্মান হানির লক্ষ্যে মদ্যপান করারত অবস্থায় একটি বানোয়াট এবং কল্পনাপ্রসূত খবর প্রকাশ করে ভূয়া আইডি গুলো হতে। সেখানে একটি ছবি পোষ্ট করে মদ্যপান করার কথা বলা হয়েছে। যা আদ্যো সত্য নয়। এডিট করার মাধ্যমে যেই ছবিটি ভাইরাল করা হচ্ছে সেটি সম্পূর্ণ রূপে অবাস্তব,কাল্পনিক ঘটনাকে বাস্তবে রূপান্তরিত করতে চাচ্ছে একটি কুচক্র মহল।
এলাকাবাসীর কাছ থেকে খোজ নিয়ে জানাগেছে, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকায় একটি কু-চক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। তাকে জড়িয়ে এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে জাকির হোসেন বলেন,“আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজপথের দুঃসময়ের দূর্দিনের কর্মী। আমি কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র আদর্শিত পথে চলি। তার রাজনীতিতে মাদক ও সন্ত্রাসের কোনো ঠাই নেই তাই আমিও কোনো সন্ত্রাস কে পছন্দ করি না। একটি দুষ্কৃতিকারী ও কুচক্র মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে,মিথ্যা স্ট্যাটাস ও নিউজ করে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের জন্য কাজ করেছি। কখনো কোন অন্যায় করিনি,অন্যায় কে প্রশ্রয় দেইনি। আমরা যারা নেত্রীর রাজপথের কর্মী,আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজপথ থেকে সরাতে পারবে না। বিগত সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করিয়েছে। বার বার অপপ্রচার চালিয়েছেন। খুবই বাজে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ করিয়েছেন। সকলের কাছে অনুরোধ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজপথের তৃণমূলের পরীক্ষিত সৈনিকদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।
ফেইসবুক ভাইয়েরা আপনারা যারা আমার শুভাকাক্সক্ষী রয়েছেন,ওই মিথ্যা নিউজ কেউই বিশ্বাস করবেন না। রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আমাকে চিনেন, তারা যানেন আমি জীবনে কোন ক্লাবে যাইনি,ক্যাসিনোর সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। গত কয়েকদিন আমার বিরুদ্ধে বানোয়াট ও বিভ্রান্তিকর স্ট্যাটাস এবং নিউজ পোষ্ট করা হয়েছে। এদের কারো সাথে আমার কোন প্রকার যোগাযোগ কিংবা সম্পৃক্ততা নেই। আমি প্রিয়নেত্রী সেলিমা আহমাদ মেরি’র রাজপথের কর্মী, আমার প্রিয়নেত্রীর সকল কর্মসূচী সফল ভাবে পালনের জন্য কাজ করি। তাই আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে কোন লাভ নেই। যারা ষড়যন্ত্র করছেন, তাদের ষড়যন্ত্র বিফলে যাবে। তিনি প্রশাসনের কাছে অপপ্রচরের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, করোনা কালিন সময়েও স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরি’র দিক নির্দেশনায় কর্মহীন ও অসহায় মানুষদেরকে ত্রাণ ও খাদ্য সামগ্রী উপহারসহ আর্থিক সহযোগিতা দিয়েছেন। অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সর্বদায় নিজেকে নিয়োজিত রেখে জাগ্রত রয়েছেন।