মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নিষ্পাপ শিশু আশা মনি(১০) এর জীবন। গতকাল শনিবার সকালে হোমনা- মুরাদনগর মহা সড়কের ফজুর কান্দি ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আশা মনি ঘারমোড়া ইউনিয়নের ফজুর কান্দি গ্রামের মো. ইসমাইল মিয়ার মেয়ে।
থানা সূত্রে জানাগেছে,আশা মনি তার মায়ের সাথে দোকানে আসছিল।রাস্তা পারাপারের সময় টাইলস ভর্তি অটো রিকশা আশা মনিকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। স্থানীয় লোকজন অটো রিকশাটি আটক করেছে এবং চালককে চিহৃিত করেছে। চালকের নাম মো.সালে মুসা পিতার নাম ফজলু মিয়া,গ্রাম ও পোঃ- হোমনা পূর্বপাড়া। পরে স্থানীয় ব্যক্তি বর্গের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে সন্ধায় নিজ বাড়িতে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে লাশ দাফন করা হয়। এবিষয়ে থানায় কোন মামলা হয়নি।
এদিকে শিশু আশার মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। কিছুক্ষণের জন্য হোমনা- মুরাদনগর মহা সড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।