মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ এ১ বাংলাদেশ এর লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারের উদ্যোগে ৩৫ জন অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল চার টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর -কাশিপুর ঈদগাহ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারের চার্টার সভাপতি লিও মোঃ রাসেল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের সদস্য লায়ন হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন এটিএম মঞ্জুরুর ইমলাম, আজকের বিজনেস বাংলাদেশ হোমনা প্রতিনিধি মো.তপন সরকার, মোঃ শরীফ আহমেদ প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের সদস্য লিও নজরুল ইসলাম, লিও ইয়াদী মিয়া, লিও আসলাম, লিও সেলিম, লিও নিহান, লিও তৌহিদ, ও শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।