মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
খুশির ঝিলিক প্রতিটি শিশুর চোখে মুখে। উপলক্ষ একটাই হাতে হাতে নতুন বই। লাল ফিতায় মোড়ানো। যেন প্রতিযোগিতায় জয়ী প্রতিটি শিশু। উপহার হিসেবে পাওয়া নতুন বই অতিথিদের কাছ থেকে গ্রহণ করেই ভোঁ দৌড়। এমনই দৃশ্য হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের।
এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার উৎসবের আয়োজন করা হয়।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।
এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউএনও কাজী শহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোশারফ হোসেন ও ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, সহকারি শিক্ষা অফিসার মো, জয়নাল আবেদিন ও সুভাষ চন্দ্র সরকার, কফিল উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, খাদিজা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুছ সাত্তার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রশিদসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর বই উৎসবের মধ্য দিয়ে উপজেলার ইবতেদায়ী, দাখিল ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৯ হাজার ২৬৪ কপি এবং প্রাথমিক স্তরের ১ লাখ ৬৭ হাজার ৩১৬ কপি বই বিতরণ করা হয়েছে।