মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় সিএনজি ও ব্যাটারিচালিত দুইটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চার জন আহত হয়েছে। তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে সিএনজি চালক।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন উপজেলার আলীপুর গ্রামের আল আমিন (২৫), হবি (২৬) ও অটোরিক্সা চালক মোবারক (৩০)। পলাতক সিএনজি চালক দাইদকান্দি উপজেলার গৌরীপুর আঙ্গাউড়া গ্রামের আবদুল আজিজের ছেলে শাহিন (৪৪)। এদের মধ্যে আল আমিনের দাঁত পড়ে গেছে, আপর দুইজনের হাত, পা ও মাথায় মারাত্মক আাঘাত রয়েছে।
সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলার হোমনা-দুলালপুর রোডে দড়িচর বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিক্সাটি আটক করেছে পুলিশ।
পুলিশ, হাসপতাল সূত্র ও আহত ব্যাক্তিরা জানায়, ব্যাটারিচালিত অটোরিক্সাটি হোমনা থেকে দুলালপুর যাচ্ছিল। ওই সময় দড়িচর বিলের মোড়ে আসামাত্র বিপরিত দিক থেকে নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিক্সা দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি ধাক্কা দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিক্সার চালক, দুই যাত্রী এবং সিএনজিচালিত অটোরিক্সার চালকসহ চার জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।