মো. তপন সরকার হোমনা(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা-মুরাদনগর সড়কে আবুল খায়ের গ্রুপের সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গিয়ে সুমনা বেগম(২৪) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন।
সোমবার ভোরে ভাষানিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে ।সে উপজেলার শ্যামপুর গ্রামের স্বাধীন মিয়ার স্ত্রী।
খবর পেয়ে ফায়র সার্বিসের লোকজন এসে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন ।
এলাকাবাসি সূত্রে জানাগেছে,সোমবার ভোরে মুরাদনগর গামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক ঢাকা মেট্্েরা- উ -১১-০৯৪৯ নিয়ন্ত্রন হারিয়ে শ্যামপুর গ্রামের স্বাধীন মিয়ার বাড়িতে ঢুকে পড়ে । এতে ট্রাকের নীচে চাপা পড়ে তার স্ত্রী মারাত্মক আহত হয় । পরে ফায়ার সার্ভিসের লোকজ এসে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
হোমনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ড্রাইভার নুরনবী পালিয়ে গেছে ।
এ দিকে ট্রাকের হেলপার ফয়সাল (২১) সাংবাদিককে মুঠো ফোনে জানান. স্থানীয় সাবেক ইউপি মেম্বার আমির হোসেন এর মাধ্যমে চিকিৎসার খরচ দেয়া হয়েছে। তবে রোগীর স্বামীর অভিযোগ চিকিৎসার জন্য কোন খরচ আমি পাই নাই । রোগীর অবস্থা আশংকা জনক ।
এ দিকে আবুল খায়ের গ্রæপের প্রতিনিধি মো. শহিদুল ইসলাম স্বপন বলেন,থানা থেকে অনুমতি নিয়ে সিমেন্ট খালাস করা হয়েছে ।
ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । রোগীর চিকিৎসা চলছে । কারোর কোন লিখিত অভিযোগ পাই নাই । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তবে রোগীর স্বামীর অভিযোগ রোগীকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে এসেছে । আমি মানবিক কারনে রোগীর চিকিৎসা করতে নিদের্শ দিয়েছি।