মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী রুমন দে সাথে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর হোমনা প্রতিনিধি আব্দুল হক সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো.আক্তার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হানিফ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সৈয়দ আনোয়ার, হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সেলিম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আনোয়ার আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম, হোমনা প্রেসক্লাবের প্রচার সস্পাদক কবি দেলোয়ার, হোমনা প্রেসক্লাবেরর সদস্য মো. আল আমিন শাহেদ, মো. মইনুল ইসলাম মিশুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর বার্তা সম্পাদক মনিরুজ্জামান পামেন, দৈনিক সমকাল প্রতিনিধি আমজাদ হোসেন সজল, হোমনা প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মো.তপন সরকার, দৈনিক ভোরের ডাক ও যায়যায়কাল প্রতিনিধি মো.নাছির উদ্দিন, ৭১ টিভি প্রতিনিধি বাহারুল ইসলাম, দৈনিক শ্রমিক প্রতিনিধি সোনিয়া আফরিন ও উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ । সভায় উপজেলার সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ইউএনও।