মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও বিপ্লবের মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল সাফল্যের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে কুমিল্লার হোমনা উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কুমিল্লা (উঃ)জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী’র রাজনৈতিক প্রধান কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. মহসিন সরকারএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন,হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মকবুল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম, কুমিল্লা (উঃ)জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য দোলোয়ার হোসেন ফারুক, হোমনা ডিগ্রি কলেজ ছাত্র সাবেক, জি,এস, আব্দুস সালাম ভৃইঁয়া,পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম (প্রিন্স),ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে কেক কেটে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।