হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
দীর্ঘদিন পলাতাক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলো হত্যাসহ ১০ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল (৪৮)।
কুমিল্লার হোমনায় প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। হোমনা থানার ওসি আবুল কায়েসের নেতৃত্বে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইকবাল ব্রাহ্মমণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত মিজানুর রহমান মাস্টারের ছেলে। গ্রেফতারের পর তাকে বাঞ্ছারামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, বাঞ্ছারামপুর থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। তাকে বাঞ্ছারামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।