মো. তপন সরকার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জুনাব আলী (৩০) সে উপজেলা দুলালপুর ইউনিয়ন মিঠাইভাঙ্গা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় হোমনা থানা (ওসি) কর্মকর্তা মো. ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।