তপন সরকার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় রুবেল হত্যা মামলার এজাহারভূক্ত দুই পলাতক আসামীকে আটক করেছে হোমনা থানা পুলিশ।
এরা হলো উপজেলার দড়িচর গ্রামের মালেক আফসারীর ছেলে মুন্না আফসারী (২৫) ও মৃত আবদুল লতিফের ছেলে হক সাব (২৮) এলাকায় সন্দেহ ভাজন একটি সাদা প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ২০-৮৬৮২) চ্যালেঞ্জ করে ৬ জনকে আটক করা হয়েছে ।
এর মধ্যে মুন্না আফসারী ও হক সাব(২৮) দড়িচর গ্রামের রুবেল হত্যা মামলার এজহার ভুক্ত আসামী । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহেল রানা জানান, আটকদের জিজ্ঞাসাবাদশেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
থানা সূত্রে জানাগেছে,গত ১ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার দড়িচর খেলার মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দড়িচর গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে রুবেল(২৭) খুন হয়। এ ঘটনায় নিহত রুবেলের পিতা ওয়ারিশ মিয়া বাদী হয়ে হোমনা থানায় ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে মোট ৬ জনকে আটক করা হয়।