মোর্শেদুল ইসলাম (শাজু), বিশেষ প্রতিনিধিঃ
১৩ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয়ের মাটির নিচ থেকে বহু পুরুনো ৭টি গ্রেনেড ও বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাত ৮টায় উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালের বলে ধারনা করছে পুলিশ। থানা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের জন্য মাটি খুঁড়ার সময় শ্রমিকেরা মাটির ৫ ফুট নিচে ওই অস্ত্র সামগ্রী দেখতে পায়। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ধারকৃত অস্ত্র সামগ্রী দেখতে স্থানীয় জনতা বিদ্যালয় মাঠে ভিড় জমায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, বিদ্যালয়ের উত্তর পূর্ব অংশে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়ার কাজ করতে গিয়ে শ্রমিকরা গ্রেনেডসহ গোলাবারুদ দেখতে পেয়ে আমাদের জানায়।
ওসি (তদন্ত) স্বপন মজুমদার বলেন, বিদ্যালয় কর্র্র্তৃপক্ষ ও স্থানীয় জনতার খবর পেয়ে রাত ৮টায় ঘটনাস্থল থেকে মরচে পড়া ও মটিতে জমাটবদ্ধ পরিত্যক্ত অবস্থায় ৭টি গ্রেনেড, ৬টি ম্যাগজিন ও ৪টি গুলি ভর্তি চার্জারের অংশ বিশেষ উদ্ধার করা হয়।