মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং হোমনা ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য মো. রফিকুল ইসলামসহ মোট ৯ ছাত্রলীগ নেতা জামিন পেয়েছেন।
রোববার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথের চার নম্বর আমলী আদালত এ জামিন মঞ্জুর করেন। ছাত্রলীগ নেতাদের পক্ষে আদালতে জামিন শুনানী করেন অ্যাডভোকেট আ ফ ম তাইফুর রহমান এবং অ্যাডভোকেট মো. শাহ আলম বাবুল।
জানা যায়, গত ৪ এপ্রিল এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বাধা প্রদান ও কিছু আসবাবপত্র ভাাঙচুরের
অভিযোগ এনে হোমনা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও হোমনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ ১১ জন নামীয় ও আরো ১০/১২ জন অজ্ঞাত উল্লেখ করে হোমনা থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়।
এ মামলায় গতকাল রোববার মো. ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামসহ মোট নয় জন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথের চার নম্বর আমলী আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এ জামিন মঞ্জুর করা হয়। জামীনপ্রাপ্ত অন্যরা হলেন- ছালে মুছা, মজিবুর রহমান, সাইজুদ্দিন, মোমেন, সানি, জাহাঙ্গীর, রায়হান এবং ফারুক। সন্ধ্যায় জামিন পেয়ে হোমনায় এলে অন্যান্য নেতাকর্মীরা তাদের ফুলের মালায় বরণ করে একটি মোটর সাইকেল শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।