মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোভারামপুর মোল্লাবাড়ি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লার নিজ বাসভবন সংলগ্নে এ ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এর মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি।
এই সময় তিনি বলেন, মাহে রমজান আমাদের ধৈর্য ও সবর শিক্ষা দেয় রমজানের প্রকৃত শিক্ষাই পারে সমাজ থেকে অন্যায় অনাচার দূর করতে। সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর উত্তম সময় হলো মাহে রমজান। উপস্থিত সবাইকে ব্যক্তি ও পারিবারিক জীবনে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন পরিচালনার তাগিদ দেন।
তিনি আরো বলেন, রমজানের শিক্ষা একটি পরিবার তথা সমাজকে আলোকিত করতে পারে। অবশ্যই আমাদের সঠিক দ্বীনি শিক্ষা অর্জন নিশ্চিত করতে হবে। ইফতার অনুষ্ঠানে আসা আমন্ত্রিত সকলকে রমযানুল মোবারক জানিয়ে দোয়া ও ইফতার মাহফিলে যোগদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভায় চান্দেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবুল বাশার মোল্লার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, হাঁড়ির খোঁজে বাড়ির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক সরকার, উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদ খান মেনন, চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মীর দেলোয়ার হোসেন দুলাল, ওয়ার্ড মেম্বার সিদ্দিক রহমান খন্দকার, সাবেক ওয়ার্ড মেম্বার রিফাত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।