মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
হোমনায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগমারা গ্রামের একটি বাড়ির পাশের ঘাটলা তার পাশে খড়ের গাঁদা।
এর ভেতর থেকেই সাপটিকে টেটা বিদ্ধ করে বের করে আনে জনতা। প্রথমে এটি কী সাপ- বুঝতে না পারলেও পরে যখন খড়ের গাঁদা থেকে আস্ত সাপটিকে টেনে বের করা হয়েছে। বড় ১৫ ফুট লম্বা মোটা-সোটা পাহাড়ি অজগর ।
কৌতুহলী জনতা এটিকে নিয়ে উল্লাসে মেতে উঠেছে।
প্রাথমিক চিকিৎসা দিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম। পরে উন্নত চিকিৎসার জন্য বন বিভাগের মাধ্যমে সাপটিকে কুমিল্লায় পাঠানো হয়েছে।