মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা পৌরসভা ২নংওয়ার্ড বাগমারা গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাফিল ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২নং সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে হোমনা লাইফ কেয়ার হাসপিটালের পরিচালক মো.কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মহসিন সরকার,উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার মাহবুবুব রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছসহ কয়েক শতাধিক নেতৃবৃন্দ ও গ্রামবাসী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।