তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
রোজ শনিবার, ২০ ডিসেম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লঙ্গনের দায়ে ২ মেয়র প্রার্খী বিএনপি মনোনীত আবদুল লতিফ ও স্বতন্ত্র প্রাার্থী মোঃ হানিফ মিয়াকে ৩০০০/-টাকা করে ৬ হাজার এবং ১২ কাউন্সিলর প্রার্থীকে ১০০০/-টাকা করে ১২০০০/- টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুর ১টার দিকে বিচারিক হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল এ জরিমানা করেন।
তারা হলো ২নং ওয়ার্ডের মোঃ শাহআলম,মোজাম্মল হক সাগর,৩নং মোঃ ফজলুমিয়া মোঃ রাজ মিয়া ও আবদুস সামাদ ৪নং আঃ বাতেন,দীলিপ ভৌমিক ও মানিক মিয়া,৫ নং শাহনুর আহাম্মেদ সুমন,হারুন অর রশিদ,মাহবুবুর রহমান বকুল ও ফজলুল হক অরুন।
এর পূর্বে ৮ ডিসেম্বর এদেরকে কারন দর্শাতে নোটিশ দেন ভ্রাম্যমান আদালত।