মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী’র রাজনৈতিক কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুস সালাম ভূইয়া, উপজেলা যুবলীগের সাবেক সহ- সভাপতি লুৎফুর রহমান লাক মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হৃদয়, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম জনি, পৌর ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতির পদ প্রার্থী মো. জাকির হোসেন, পৌর যুবলীগ নেতা মো. ইব্রাহিমসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পৌর সভাপতি জহিরুল ইসলাম (প্রিন্স) সমাপণী বক্তব্য দিতে গিয়ে বলেন, ১৫ আগস্ট শোকের মাস, আমাদের এমপি সেলিমা আহমাদ মেরী’র নেতৃত্বে শোককে শক্তিতে রুপান্তর করে অপশক্তিকে প্রতিরোধ করতে প্রস্তুত থাকব। আমারা পৌর যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে ভবিষতেও থাকবে।
আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি আরো বলেন, আমাদের মমতাময়ী নেত্রী যে নির্দেশ দিবেন আমারা সে নিদের্শে চলবো। এর মধ্যে কেউ যদি আমাদের ভুল পথে প্রভাবিত করতে চায় তা থেকে আমরা বিরত থাকবো।