মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা)) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় পৌর এলাকার ৯৫ টি মসজিদ ও ১০ টি মাদ্রাসার ইমামদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর সভার উদ্যােগে করোনা মহামারীর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধের লক্ষে জরুরি স্বাস্থ্য সুরক্ষা এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন হোমনা পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র শাহনুর আহাম্মদ সুমন, পৌর কাউন্সিলর আবদুর বাতেন,পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম (শির) মিয়া, পৌর কমিশনার শফিকুল ইসলাম লিটন, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা বেগম, শাহনাজ আক্তার স্বপ্না, সোরাইয়া বেগমসহ পৌর এলাকার এইমামগণ। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।