তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
প্রযুক্তি বিশ্বে যে কোনো কিছুই শতভাগ নিরাপদ নয় তা সবার জানা। নিরাপত্তার স্তর বাড়াতে বিভিন্ন টেক কোম্পানি তৈরি করেছে নান পদ্ধতি। যার মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি বেশ কার্যকর। এই সিস্টেমে সাধারণ সিস্টেমের তুলনায় হ্যাক করা বেশ কঠিন বলে মনে করেন সাইবার বিশেষজ্ঞরা।
হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি চালু করতে-
* প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
* এরপর সেটিং (Settings) সিলেক্ট করে অ্যাকাউন্ট অপশন (Account Options) সিলেক্ট করুন।
* এবার টু স্টেপ ভেরিফিকেশন (Two Step Verification) বেছে নিন।
* তার পরে একটি ৬ ডিজিট পিন দিন। এবার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ সেটআপ করার আগে প্রত্যেক বার এই পিন ব্যবহার করতে হবে।
* এছাড়াও চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে ইমেইল লিঙ্ক করতে পারবেন। এর ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে তা রিকভার করতে সুবিধা হবে।