তথ্যপ্রযোক্তি ডেস্কঃ
অ্যান্ড্রয়েড ফোনে ‘হোয়াটস অ্যাপ’ চ্যাট আরো সুরক্ষিত করতে আসছে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশান। নতুন চ্যাট ওপেন করার সময় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে চ্যাট আরো সুরক্ষিত রাখা যাবে। সম্প্রতি ‘আইফোন’ এর জন্যেও একই ফিচার যোগ করেছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। ‘ফেস আইডি’ অথবা ‘টাস আইডি’ ব্যবহার করে আইফোন এ ‘হোয়াটস অ্যাপ’ মেসেজ সুরক্ষিত রাখা যায়। ‘WABetaInfo’ ওয়েবসাইটে এক গ্রাহক এই খবর জানিয়েছেন।
ওই রিপোর্টে জানানো হয়েছে, ‘আই ফোনের পরে এবার অ্যান্ড্রয়েড ডিভাইসেও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে চ্যাট সুরক্ষিত রাখার ফিচার আসছে ‘হোয়াটস অ্যাপ’ এ।’
সেটিং> অ্যাকাউন্ট> প্রাইভিসি থেকে ‘হোয়াটস অ্যাপ’ ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশান অন করা যবে। এই ফিচার অন করার পরে ফোনে ‘হোয়াটস অ্যাপ’ চ্যাট ওপেন করতে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশান বাধ্যতামূলক হবে। তাই অন্য কেউ আর আপনার ফোনের ‘হোয়াটস অ্যাপ’ চ্যাটে উঁকি দিতে পারবে না।