অন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টোন প্রশাসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
সোমবার ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এ পদে সাবেক চৌকস কূটনীতিক জন বোল্টন দায়িত্ব নেয়ার একদিন আগে এমন ঘোষণা দেয়া হলো।
রবিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, ‘মাইকেল চমৎকার মানুষ। আমি প্রতিদিন তার সঙ্গে ভালভাবে কাজ করেছি। আমি গভীরভাবে তার অভাব অনুভব করবো।’
মাইকেল অ্যান্টোন কখন হোয়াইট হাউস ছাড়ছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। খবর সিনহুয়ার।