তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
ব্যবহারকারীদের জন্য নিরাপদ নয় যোগাযোগ মাধ্যমের অন্যতম মাধ্যম হোয়াটস অ্যাপও! জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমটির অনেক ব্যবহারকারী হ্যাকারের হামলার কবলে পড়েছেন। এ মাসের শুরুর দিকে তা প্রথম বারের মত প্রকাশ্যে আসে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটস অ্যাপের সুরক্ষার ত্রুটির কারণে হ্যাকাররা বিভিন্ন ডিভাইস ও নজরদারি সফটওয়্যার ব্যবহারকারীদের ফোনে ইন্সটল করতে সক্ষম ছিল। সেটা আইফোন বা এন্ড্রয়েড ভার্সন হোক।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, হোয়াটস অ্যাপে এসব হামলা চালায় ইসরাইলি সিকিউরিটি ফার্ম এনএসও গ্রুপ।যা ইহুদিবাদি ইসরাইলের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
তবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ ত্রুটি গত শুক্রবার সমাধান করেছেন। সেইসঙ্গে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ সোমবার ব্যবহারকারীদের তাদের হোয়াটস অ্যাপ আপডেট করার আহ্বান জানান।