বিনোদন ডেস্কঃ
১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করল আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত স্পাই থ্রিলার ‘রাজি’। মুক্তির ১৭ দিনের মাথায় এই মাইলফলকে পৌঁছায় ছবিটি। ১৭ দিন শেষে ছবিটির মোট আয় ১০২ কোটি ৫০ লাখ রুপি।
মূলত নায়িকানির্ভর এই স্পাই থ্রিলারটি গতকাল ১৭তম দিন ও ভারতের ছুটির দিনে আয় করে ৪ দশমিক ৪২ কোটি রুপি এবং ঢুকে পড়ে ১০০ কোটির ক্লাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
এ বছর পঞ্চম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে পা রাখল ‘রাজি’। এর আগে আলিয়া ভাটের আরো দুটি ছবি ‘টু স্টেটস’ ও ‘বদ্রিনাথ কা দুলহানিয়া’ ১০০ কোটিরি বিশেষ ক্লাবে নাম লেখায়।