বিনোদন ডেস্কঃ
টলিউডের অন্যতম ‘লাভ-বার্ড’ অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এক দশক পার হয়ে গেছে তাদের সম্পর্কের বয়স। তাই এ জুটি কবে বিয়ে করবেন, তা নিয়ে তাদের অনুরাগীদের আগ্রহের যেন শেষ নেই।
গত বছরের শেষ দিকে কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন জানিয়েছিলেন, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও শেষপর্যন্ত এ বছর অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটা হচ্ছে কিনা তা আসলে স্পষ্ট নয়।
এদিকে শুক্রবার ইনস্টাগ্রামে অঙ্কুশের একটি পোস্ট ঘিরে তার বিয়ের গুঞ্জন তুঙ্গে। টলিপাড়ার অনেকে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন। ঠিক কী আছে ওই পোস্টে? অঙ্কুশ লিখেছেন, ‘অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হতে চলেছে।’
যদিও এ বিষয়ে অঙ্কুশ গণমাধ্যমে বলেন, ‘এখনইবেশি কিছু বলতে তিনি নারাজ। তবে অভিনেতা মুখ না খুললেও অনুরাগীদের উচ্ছ্বাসের শেষ নেই। অভিনেতার পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। উঠে এসেছে একগুচ্ছ প্রশ্নও। কেউ লিখেছন ‘কবে বিয়ে?’ কারো প্রশ্ন, ‘কোন মাসের কত তারিখে বিয়ে?’, কেউ আবার আগাম শুভেচ্ছা জানিয়ে খান্ত হয়েছেন।
এর আগে গত বছর দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, ‘বিভিন্ন রীতিতে নয়, শুধুমাত্র বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা। প্রচুর বাংলা ধারাবাহিকে আমাকে বউ সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই।’
ওই একই সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, ‘পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গে থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই না। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতিতে কীভাবে কী করব, কতজনকেদাওয়াত করব, সে বিষয়টা একটু দেখতে হবে।’