ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরে নয় লাখ কোটি টাকা পাচার হয়েছে: মেনন

জাতীয় ডেস্ক:

গত ১০ বছরে দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দেশবিরোধী নব্য-রাজাকারদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার বিকালে যশোর টাউন হলে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইউনুচ তালুকদার, সদস্য অনুপ কুমার পিন্টু, যশোর জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামলী শর্মা।

মেনন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জিয়াউর রহমান সংবিধানকে ভূলুণ্ঠিত করেছেন। স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করেছেন। আমরা তখনও জনগণের পক্ষে এর বিরোধিতা করেছি।’

১৪ দল গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘জামায়াত-বিএনপির হাত থেকে দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে ১৪ দল গঠন করেছি। এই ১৪ দলের কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মাটিতে শক্তিশালী হয়েছে। আমরা কথা বলতে পারছি। দেশের মানুষের উন্নতি হচ্ছে। যদি ১৪ দল গঠন করা না হতো আওয়ামী লীগও মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতো না।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

১০ বছরে নয় লাখ কোটি টাকা পাচার হয়েছে: মেনন

আপডেট সময় ০৫:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

জাতীয় ডেস্ক:

গত ১০ বছরে দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দেশবিরোধী নব্য-রাজাকারদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার বিকালে যশোর টাউন হলে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইউনুচ তালুকদার, সদস্য অনুপ কুমার পিন্টু, যশোর জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামলী শর্মা।

মেনন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জিয়াউর রহমান সংবিধানকে ভূলুণ্ঠিত করেছেন। স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করেছেন। আমরা তখনও জনগণের পক্ষে এর বিরোধিতা করেছি।’

১৪ দল গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘জামায়াত-বিএনপির হাত থেকে দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে ১৪ দল গঠন করেছি। এই ১৪ দলের কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মাটিতে শক্তিশালী হয়েছে। আমরা কথা বলতে পারছি। দেশের মানুষের উন্নতি হচ্ছে। যদি ১৪ দল গঠন করা না হতো আওয়ামী লীগও মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারতো না।’