বিনোদন ডেস্কঃ
বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। অভিনয়ের বাইরেও বিয়ে, বাগদান নিয়ে অনেক দিন থেকেই আলোচনায় তারা। গেল বছরের ডিসেম্বরে বিয়ের কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে গেছে আগামী এপ্রিল মাসে। ইতোমধ্যে কাপুর ও ভাট পরিবারে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। বলি পাড়ায় কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে।
রণবীরের সঙ্গে প্রেম প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন আলিয়া ভাট। সেখানে তিনি জানান, শৈশবেই প্রথম দেখাতে রণবীরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া!
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডেকে আলিয়া বলেন, ‘যখন আমি তাকে (রণবীর) পর্দায় প্রথমবার দেখেছিলাম, তখনই আমি ঠিক করি ওকেই বিয়ে করব। সেসময় আমি একটা মিষ্টি বাচ্চা মেয়ে ছিলাম। কিন্তু এটা একদম সত্যি কথা।’
অভিনেত্রীর কথা মতে, ২০০৭ সালে রণবীরকে ‘সাওয়ারিয়া’ সিনেমায় দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি তাকেই বিয়ে করবেন!
এদিকে এর আগে আলিয়া জানিয়েছিলেন, প্রেমের বিষয়ে লুকানোর কিছু নেই। তিনি একটি সম্পর্কে রয়েছেন এবং রণবীরের সঙ্গে খুব ভালো আছেন। অভিনেতাকে খুব ভালোবাসেন তিনি।
অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-আলিয়া। এই সিনেমার মাধ্যমেই তাদের প্রেমের শুরু! চলতি বছর ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত তিনি।