খেলাধূলা ডেস্কঃ
জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুর করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ছিল অলিখিত ফাইনাল। এমন ম্যাচ দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়েছে।
তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়েছে। যা রানের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে এই ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ দিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাইফ হাসান-সৌম্য সরকার। ১৭৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

এরপর আর বিপর্যয় সামাল দিতে পারেনি সফরকারীরা। নাসুম, রিশাদদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ ওভার ১ বলে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আলিক হোসেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে নাসুম ও রিশাদ নেন ৩টি করে উইকেট। এছাড়া মেহেদী মিরাজ ও তানভীর নেন ২টি করে উইকেট।
মুরাদনগর বার্তা ডেস্ক : 

















