প্রণব মুখার্জির আমন্ত্রণে চারদিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আগামী ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি নয়া দিল্লি যাবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটাই আবদুল হামিদের প্রথম ভারত সফর।
প্রণব মুখার্জি ২০১৩ সালের মার্চে ঢাকা সফর করে যাওয়ার মাসখানেক পর রাষ্ট্রপতির দায়িত্বে আসীন হন আবদুল হামিদ।
এরপর ভারতের রাষ্ট্রপতি গত মে মাসে আবদুল হামিদকে নয়া দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান।
ওই আমন্ত্রণেই রাষ্ট্রপতি ভারতে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান।