ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবে ৫০ শতাংশ

২০২০ সালে মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

সোমবার সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চলতি বছর হজে যেতে মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যান ছয় হাজার ৯২৩ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় এই সংখ্যা সরকারির কয়েক গুণ বেশি। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যান এক লাখ ২০ হাজার।

আগামী বছরও মোট সংখ্যা ঠিক থাকলে তার অর্ধেক সরকারি ব্যবস্থাপনায় হজে যাবে বলে আশা ধর্ম প্রতিমন্ত্রীর।

অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ছিল বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিমন্ত্রী। বলেন, এ বছর হজযাত্রীরা কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই ভিসা পেয়েছেন এবং সবাই হজে যেতে সক্ষম হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয় তুলে ধরে শেখ মো. আব্দুল্লাহ বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন হাজিরা আল্লাহর মেহমান, তাদের চোখে আমি পানি দেখতে চাই না। কোনো হাজিকে যেন এহরাম পরা অবস্থায় রাস্তাঘাটে ঘুরতে না হয়। আলহামদুলিল্লাহ, এ বছর কোনো হাজিকে হজে যেতে না পেরে রাস্তাঘাটে এহরাম পরা অবস্থায় ঘুরতে দেখা যায়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান ও এজেন্সির প্রতিনিধিরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

ঈদের আনন্দ নেই মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে

২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবে ৫০ শতাংশ

আপডেট সময় ০২:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

২০২০ সালে মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

সোমবার সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চলতি বছর হজে যেতে মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যান ছয় হাজার ৯২৩ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় এই সংখ্যা সরকারির কয়েক গুণ বেশি। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যান এক লাখ ২০ হাজার।

আগামী বছরও মোট সংখ্যা ঠিক থাকলে তার অর্ধেক সরকারি ব্যবস্থাপনায় হজে যাবে বলে আশা ধর্ম প্রতিমন্ত্রীর।

অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ছিল বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিমন্ত্রী। বলেন, এ বছর হজযাত্রীরা কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই ভিসা পেয়েছেন এবং সবাই হজে যেতে সক্ষম হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয় তুলে ধরে শেখ মো. আব্দুল্লাহ বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন হাজিরা আল্লাহর মেহমান, তাদের চোখে আমি পানি দেখতে চাই না। কোনো হাজিকে যেন এহরাম পরা অবস্থায় রাস্তাঘাটে ঘুরতে না হয়। আলহামদুলিল্লাহ, এ বছর কোনো হাজিকে হজে যেতে না পেরে রাস্তাঘাটে এহরাম পরা অবস্থায় ঘুরতে দেখা যায়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান ও এজেন্সির প্রতিনিধিরা।