খেলাধূলা ডেস্ক:
৮৫ বছর বয়সেও দাপটের সঙ্গে ক্রিকেট খেলে যাচ্ছেন। ১২ গজ লম্বা রান আপে পেস বোলিং করছেন। তিনি ক্যারিবিয়ান পেসার সিসিল রাইট। পরিসংখ্যান বলছে, ৬০ বছরের কেরিয়ারে তিনি ৭০০০ উইকেট নিয়েছেন। সঙ্গে দাবি করা হচ্ছে এই দীর্ঘ ক্রিকেটিয় কেরিয়ারে ২০ লাখেরও বেশি ম্যাচ খেলেছেন সিসিল। তবে আর বেশিদিন নয়, আগামী ৭ সেপ্টেম্বর তিনি লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন। সেদিন ওল্ডহ্যামে পেনি লিগে আপারমিলের হয়ে স্প্রিংহেডের বিরুদ্ধে খেলবেন ৮৫ বছরের বিস্ময় তরুণ।
একটা সময় পাঁচ মৌসুমে তিনি ৫৩৮টি উইকেট নিয়েছিলেন। গড়ে প্রতি ২৭ বলে ১টি করে উইকেট নেন রাইট। তবে ৮৫ বছর বয়সেও তার ফিটনেস নিয়ে রহস্য রয়ে গেছে।