ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২২ কোটি বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

তথ্যপ্রযুক্তি ডেস্ক রির্পোটঃ

পশ্চিম আর্জেন্টিনা থেকে ২২ কোটি বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও সান জুয়ান প্রদেশে এ ধরনের জীবাশ্ম উদ্ধার হয়। বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানান গবেষকরা।

আর্জেন্টিনার জীবাশ্মবিদ রিচার্ডো মার্টিনেজ বলেন, ‘‌১০ ধরনের ভিন্ন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম ও তাদের হাড় উদ্ধার হয়েছে। সেখানে কোনো পলি জমে ছিল না। এটা খুবই বিরল ঘটনা।’

সান জুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্টিনেজ বলেন, ‘‌এগুলো ২২ কোটি বছরের পুরনো। যেটার সম্পর্কে আমরা খুবই কম জানি।’‌

তিনি জানান, সাত–আট ধরনের ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। যাদের মধ্যে কিছু কিছুর আকার অনেকটা ষাঁড়ের মতো। আবার কুমিরের মতো দেখতে কিছু ডাইনোসরও পাওয়া গেছে। এর আগে কোনদিন এ বিষয়ে জানা ছিল না তাদের বলেও জানান তিনি।

২২ কোটি বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

তবে তা এত পুরনো ছিল না বলে জানান জীবাশ্মবিদ রিচার্ডো মার্টিনেজ। যদিও ডায়নোসরের জীবাশ্মগুলো মাটির একই গভীরতা থেকে পাওয়া গিয়েছিল। গবেষকদের মতে, এই গর্তগুলো হয়ত জল খাওয়ার জন্য খুঁড়েছিল ডাইনোসররা।

ডাইনোসরের জীবাশ্ম দশকের পর দশক ধরে উদ্ধার হয়েছে আর্জেন্টিনাতে। তবে বেশিরভাগই উত্তর আর্জেন্টিনায় উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

২২ কোটি বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

আপডেট সময় ১২:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
তথ্যপ্রযুক্তি ডেস্ক রির্পোটঃ

পশ্চিম আর্জেন্টিনা থেকে ২২ কোটি বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও সান জুয়ান প্রদেশে এ ধরনের জীবাশ্ম উদ্ধার হয়। বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানান গবেষকরা।

আর্জেন্টিনার জীবাশ্মবিদ রিচার্ডো মার্টিনেজ বলেন, ‘‌১০ ধরনের ভিন্ন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম ও তাদের হাড় উদ্ধার হয়েছে। সেখানে কোনো পলি জমে ছিল না। এটা খুবই বিরল ঘটনা।’

সান জুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্টিনেজ বলেন, ‘‌এগুলো ২২ কোটি বছরের পুরনো। যেটার সম্পর্কে আমরা খুবই কম জানি।’‌

তিনি জানান, সাত–আট ধরনের ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। যাদের মধ্যে কিছু কিছুর আকার অনেকটা ষাঁড়ের মতো। আবার কুমিরের মতো দেখতে কিছু ডাইনোসরও পাওয়া গেছে। এর আগে কোনদিন এ বিষয়ে জানা ছিল না তাদের বলেও জানান তিনি।

২২ কোটি বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার

তবে তা এত পুরনো ছিল না বলে জানান জীবাশ্মবিদ রিচার্ডো মার্টিনেজ। যদিও ডায়নোসরের জীবাশ্মগুলো মাটির একই গভীরতা থেকে পাওয়া গিয়েছিল। গবেষকদের মতে, এই গর্তগুলো হয়ত জল খাওয়ার জন্য খুঁড়েছিল ডাইনোসররা।

ডাইনোসরের জীবাশ্ম দশকের পর দশক ধরে উদ্ধার হয়েছে আর্জেন্টিনাতে। তবে বেশিরভাগই উত্তর আর্জেন্টিনায় উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছে।