ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২৭ বছর পর আসছে ‘সারাক’ সিক্যুয়াল

বিনোদন ডেস্কঃ

‘সারাক’ (রাজপথ, রাস্তা) দেখেনি- এমন মানুষ পাওয়া বোধহয় কঠিন হবে। এই ছবির মাধ্যমেই চূড়ান্ত রকম সফল বলিউড ছবির তালিকায় পা রাখেন বলিউড পাওয়ার স্টেশন সঞ্জয় দত্ত। আর তাঁর সঙ্গে এই ছবিতে ছিলেন বলিউডের অন্যতম ডায়নামিক প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এবার আসা যাক আসল খবরে। মহেশ-কন্যা পূজা ভাট এবার করতে চাইছেন এই সুপারহিট ছবিটার সিক্যুয়াল। যার নাম হবে ‘সারাক ২’। আর এরই ঘোষণা আসে পূজার ইনস্টাগ্রাম টাইমলাইন থেকে। একটি ছবি শেয়ার করে পূজা এই তথ্য জানান। ওই ছবিতে দেখা যায় নিজের ‘শিভা’ ট্যাটুটি পরিচালককে দেখাচ্ছেন সঞ্জয়।

এর আগে, গণমাধ্যম মুম্বাই মিররের সাথে আলাপকালে মহেশ ভাট বলেন, প্রথম ছবিটিতে সঞ্জয়ের বয়স ছিল ৩২। এখন সে ৫৪। আমরা দুটি সময় ও ওর বয়সের মধ্যে সমন্বয়ের চেষ্টা করব। পুরনো ছবিটার সাথে নতুন ছবিটার অনুভূতিগত মিল থাকবে তবে বর্তমান ছবিটি করা হবে এই সময়কে মাথায় রেখে।

ছবিতে কী পরিচালক থাকবেন মহেশ? না, এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে, তিনি চিত্রনাট্য ও প্রযোজনাতে থাকবেন- এটা নিশ্চিত হওয়া গেছে। তবে, কবে থেকে এর কাজ শুরু হবে, তা জানা যায়নি।
সূত্র : ডিএনএ

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

২৭ বছর পর আসছে ‘সারাক’ সিক্যুয়াল

আপডেট সময় ০২:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
বিনোদন ডেস্কঃ

‘সারাক’ (রাজপথ, রাস্তা) দেখেনি- এমন মানুষ পাওয়া বোধহয় কঠিন হবে। এই ছবির মাধ্যমেই চূড়ান্ত রকম সফল বলিউড ছবির তালিকায় পা রাখেন বলিউড পাওয়ার স্টেশন সঞ্জয় দত্ত। আর তাঁর সঙ্গে এই ছবিতে ছিলেন বলিউডের অন্যতম ডায়নামিক প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এবার আসা যাক আসল খবরে। মহেশ-কন্যা পূজা ভাট এবার করতে চাইছেন এই সুপারহিট ছবিটার সিক্যুয়াল। যার নাম হবে ‘সারাক ২’। আর এরই ঘোষণা আসে পূজার ইনস্টাগ্রাম টাইমলাইন থেকে। একটি ছবি শেয়ার করে পূজা এই তথ্য জানান। ওই ছবিতে দেখা যায় নিজের ‘শিভা’ ট্যাটুটি পরিচালককে দেখাচ্ছেন সঞ্জয়।

এর আগে, গণমাধ্যম মুম্বাই মিররের সাথে আলাপকালে মহেশ ভাট বলেন, প্রথম ছবিটিতে সঞ্জয়ের বয়স ছিল ৩২। এখন সে ৫৪। আমরা দুটি সময় ও ওর বয়সের মধ্যে সমন্বয়ের চেষ্টা করব। পুরনো ছবিটার সাথে নতুন ছবিটার অনুভূতিগত মিল থাকবে তবে বর্তমান ছবিটি করা হবে এই সময়কে মাথায় রেখে।

ছবিতে কী পরিচালক থাকবেন মহেশ? না, এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে, তিনি চিত্রনাট্য ও প্রযোজনাতে থাকবেন- এটা নিশ্চিত হওয়া গেছে। তবে, কবে থেকে এর কাজ শুরু হবে, তা জানা যায়নি।
সূত্র : ডিএনএ