অন্তর্জাতিক:
তুরস্কের ইস্তাম্বুল ও ইজমরি প্রদেশে চাকরিরত ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকারি কৌঁসুলিরা। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার এ আদেশ দেন।
আমেরিকায় স্বেচ্ছা নির্বোসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
ইস্তাম্বুলের কৌঁসুলির দেওয়া তথ্য অনুসারে, ইস্তাম্বুলে চাকরিরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন।
এছাড়া, ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। ২০১৫ সালের জুলাই মাসের ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ জন আহত হয়েছিল।