ধর্ম ও জীবন ডেস্কঃ
ফের একটি চার্চকে রুপান্তরিত করা হচ্ছে মন্দিরে। আমেরিকার ভার্জিনিয়ার পোর্টসমাউথে ৩০ বছরের পুরনো একটি চার্চকে মন্দিরে রূপান্তরিত করতে ১.৬ মিলিয়ন ডলারে কিনে নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
এনিয়ে আমেরিকায় ৫টি চার্চকে মন্দিরে রুপান্তর করা হয়েছে। গুজরাটের আমেদাবাদের স্বামীনারায়ণ সংস্থান তাদের ভক্তদের জন্য এই কাজ করে আসছে।
সংস্থানটি এর আগে দেশটিতে ক্যালোফোর্নিয়া, লুসেভিল, পেনসিলভেনিয়া, লস অ্যাঞ্জেলস এবং ওহিওতেও একইভাবে চার্চকে মন্দিরে রূপান্তরিত করে।
সংস্থানের মোহান্ত ভগবতপ্রিয়া স্বামী জানান, পুরুষোত্তম প্রিয়দাস স্বামীর তত্ত্বাবধানে নতুন এই মন্দির তৈরি করা হচ্ছে। তবে চার্চটিতে বিশেষ কোন পরিবর্তন হবে না।
ভার্জিনিয়ায় হরিভক্তদের জন্য এটাই হবে প্রথম মন্দির। ভার্জিনিয়ায় অন্তত ১০ হাজার গুজরাটি বসবাস করেন।