জাতীয় ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পযর্ন্ত গুলশান-২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক হয়।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
অপরদিকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া একজন নেতা জানান, মূলত: একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপি, দেশের সার্বিক রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা সর্বশেষ অবস্থা, চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।