বিনোদন:
‘মিস এশিয়া প্যাসিফিক’ প্রতিযোগিতায় মুকুট জয় করলেন ফিলিপাইনের এক মুসলিম তরুণী। তার নাম শরিফা আরেফ মো. ওমর আকিল। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ফিলিপাইনের কোন মুসলিম তরুণী মুকুট জয় করলেন।
গত ৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত ২০১৮-এর এই প্রতিযোগিতায় ৫৫ দেশের ৫৫ জন সুন্দরী অংশ নেয়। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিলেটের সন্তান মিস মারজানা চৌধুরী। শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে ‘মিস বাংলাদেশ’ হিসেবে অংশ নেন। এতে ২০তম স্থান দখল করেছেন তিনি। মারজানা নিউইয়র্কের বাসিন্দা।
রানারআপ সুন্দরীদের সঙ্গে শরিফা আকিল। ছবি: ফিলস্টার
এদিকে ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিল সুন্দরী গেব্রিয়েলা পালমা। দ্বিতীয় রানারআপ হন কোস্টারিকার সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ। আর মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক হয়েছেন তৃতীয়। চতুর্থ রানারআপের মুকুট জিতে নেন ভেনিজুয়েলার সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা।