মজার ব্যাপার হচ্ছে, ইন্টারনেট কানেকশন ছাড়াই ডাউনলোড করা ফাইলটি থেকে ওপেন করে আপনার ফেসবুকের সব কিছু দেখতেও পারবেন।
পাঠকরা ধাপে ধাপে জেনে নিন কিভাবে মাত্র ৭ ক্লিকে আপনার ফেসবুকের সবকিছু ডাউনলোড করবেন-
আপনার ফেসবুকে লগইন করে Settings এ ক্লিক করুন। General Account Settings এর একদম নিচে দেখুন Download a copy of your Facebook data অপশন আছে। Download a copy তে ক্লিক করুন।
Download a copy অপশনে ক্লিক করার পর Download your information পেইজটি ওপেন হবে। Download your information পেইজের Download Archive অপশনে ক্লিক করুন। Download Archive অপশনে ক্লিক করার পরPlease Re-enter Your Password বক্সে পাসওয়ার্ড দিয়ে Submit এ ক্লিক করুন।
Submit ক্লিক করার পর Start My Archive বক্স আসবে। Start My Archive G এ ক্লিক করুন। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ই-মেইলে অর্থাৎ যে ই-মেইল আইডি দিয়ে ফেসবুকে রেজিষ্টার করেছেন সেই ই-মেইলে একটি মেইল যাবে। আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকে রেজিষ্টার করেন তবে আপনার মোবাইলে একটি ম্যাসেজ যাবে।
সর্তকর্তা: প্রিয় পাঠক, নিজের ব্যাক্তিগত পিসি, ল্যাপটপ, আনড্রয়েড, ট্যাব ছাড়া অন্য কারো পিসি, ল্যাপটপ কিংবা কোনো ডিভাইসে ডাউনলোড করবেন না। কারণ, এতে করে অন্য কারো কাছে আপনার ফেসুবকের সবকিছু চলে যেতে পারে।